মেক্সিকোর একটি শহরের মেয়রের অভব্য আচরণ। একটি অনুষ্ঠান চলাকালে নাচতে নাচতে এক তরুণীর কোমরের ওপর জামা তুলে দিলেন তিনি। এরফলে বেরিয়ে পড়ে মেয়েটির অন্তর্বাস। আসলে লাতিন আমেরিকার এই দেশটির প্রশান্ত মহাসাগরের তীরবর্তী সান ব্লাস শহরের মেয়র নিজের সঙ্গীসাথীদের নিয়ে সাড়ম্বরে নিজের জন্মদিন পালন করছিলেন। ওই অনুষ্ঠানটির জন্য প্রায় এক লক্ষ মার্কিন ডলার খরচ হয়েছে বলে খবর। এমনই আনন্দে মত্ত মেয়র হিলারিও ভিল্লানুয়েজা ওই অভব্য আচরণ করেন। এতে অবশ্য কোনও অনুতাপ নেই তাঁর। বুক ফুলিয়ে দাবি করেছেন, যেখানে কেউ অখুশি হয়নি সেখানে কিসের এত নৈতিকতার হিসেবনিকেশ!
Blogger Comment
Facebook Comment